চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্টের ছাতা, ক্যাপ, বিশুদ্ধ পানি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ টি উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ছাতা, ক্যাপ, বিশুদ্ধ পানি ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিট।

আজ মঙ্গলবার (০৯ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এসব সামগ্রী বিতরণ শেষ হয়। এর আগে গত ৩ জুলাই বিভিন্ন উপজেলায় কার্যক্রম শুরু করে। 

জানা গেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তরের আইএফআরসি বিভাগের সহযোগিতায় এইসব সামগ্রী বিতরণ করা হয়। 

শেষ দিনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সেক্রেটারি সৈয়দ হাসান মাহমুদ সান্টু, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ইউনিট লেভেল অফিসার মাহামুদুর রহমানসহ অন্যরা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।