চাঁপাইনবাবগঞ্জে টিটিসি'র প্রশিক্ষনার্থীদের নবীনবরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

"দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প" পরিচালিত ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্সের ১২ তম ব্যাচ 'জুলাই-সেপ্টেম্বর' প্রশিক্ষনার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)'র আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।


নবীনবরণ অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।

অনুষ্ঠানে সহযোগিতা করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।