চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় কাওসার আলী (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তার বাবা-মা।
গতকাল রাতে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-বড়দাদপুর সড়কের জিনারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় আহত নিহতদের বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মাখলাহাট এলাকার আব্দুল রশিদের ছেলে বশির আলী (৪০) তার স্ত্রী ডলি বেগম (৩৫)।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, রাতে গোমস্তাপুরে আড্ডা হতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয় এতে ৩ জনই গুরুতর আহত হন। স্থানীয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৩ জনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন, তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাওসার আলীর মৃত্যু হয়।