কুমিল্লা থেকে চাঁপাইয়ে আসার পথে পুঁঠিয়ায় ৪২ কেজি গাঁজাসহ আটক-১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসার পথে ৪২ কেজি গাঁজাসহ ট্রাক ডাইভার ফাহাদ আলী জনি (২৮) নামের একজন মাদক ট্রাক ড্রাইভার কে রাজশাহীর পুঁঠিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল রাত সোয়া ১০টার দিকে রাজশাহীর পুঁঠিয়া থানার গোপালহাটি ফকিরপাড়া এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে চালিয়ে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার রাঘবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ফাহাদ আলী জনি।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ সিপিসি-১ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামি জনি একজন ট্রাক ডাইভার। সে একজন চিহ্নিত মাদক কারবারি। ট্রাক চালানোর সুযোগে কুমিল্লা থেকে মাদক এনে চাঁপাইনবাবগঞ্জে সহ বিভিন্ন স্থানে বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কুমিল্লা হতে চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ মাদক গাঁজা সরবরাহ করা হবে। রাজশাহীর পুঁঠিয়ার গোপালহাটি ফকিরপাড়া রাইম ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে। তল্লাশী করার সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে জনির ট্রাকটির গতিরোধ করা হয়। পরে ট্রাকটি তল্লাশী করে ৪২ গাঁজা উদ্ধার করা হয়।
এমন গোয়েন্দা তথ্য পাবার পর র্যাব ছায়া তদন্ত করে ও জনির উপর নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা হতে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে জনির ট্রাক থামিয়ে তল্লাশী করে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
আটকের ঘটনায় রাজশাহীর পুঠিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাব।