কপোত নবী
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে মিমজান (৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
মৃত মিমজান শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রাণীনগর গ্রামের মহাসিন মন্ডলের মেয়ে ও সাইফুল ইসলামের সহধর্মিণী।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান লাশ উদ্ধারের বিষয় টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের নামো নিমগাছী সংলগ্ন মহানন্দা নদীতে এক অজ্ঞাত মহিলার লাশ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী।
পরে এলাকাবাসী পুলিশ কে খবর দিলে লাশ উদ্ধার করে ২৫০ শয্যা সরকারি হাসপাতালে নেয়া হয়।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।