চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে মিমজান (৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। 

মৃত মিমজান শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রাণীনগর গ্রামের মহাসিন মন্ডলের মেয়ে ও সাইফুল ইসলামের সহধর্মিণী। 

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান লাশ উদ্ধারের বিষয় টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের নামো নিমগাছী সংলগ্ন মহানন্দা নদীতে এক অজ্ঞাত মহিলার লাশ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী। 

পরে এলাকাবাসী পুলিশ কে খবর দিলে লাশ উদ্ধার করে ২৫০ শয্যা সরকারি হাসপাতালে নেয়া হয়। 

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।