চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

“অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। 


বৃহস্পতিবার বিকেলে দিবসটি উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানটি জেলা প্রশাসকের কার্যালয়ের (আই সিটি ল্যাব) কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খাঁন।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আবুল কালাম সাহিদ, সিভিল সার্জনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা উপপরিচালক শহীদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনায় মা ও শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন সেবা ও জনস্বার্থে প্রশংসনীয় অবদান রাখায় জেলা পর্যায়ে ৮ ক্যাটাগরিতে ৮ জনকে ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করেন জেলা প্রশাসক।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।