পৌর ৩ নং ওয়ার্ড আ. লীগের সভাপতি গুলজার আলীর দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আলিনগর গ্রামের বাসিন্দা গুলজার আলির দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১ টায় শহরের খালঘাট কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের জানাজায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা আওয়ামী লীগ সদস্য ও পৌর মেয়র মুখলেসুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা মন্ডল, সহ-সভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদর উপজেলা আ. লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আ. লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিমসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন ।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার ভোর ৩ টায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যকালে স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।