চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেছেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। 

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন গোমস্তাপুর থানা পরিদর্শন করেন। পরে এলজিইডির বাস্তবায়িত গোমস্তাপুর মোড় হতে ফকিরপাড়া গালর্স স্কুল পর্যন্ত রাস্তার উন্নয়ন প্রকল্পের কাজ দেখেন। এরপর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে তুলা প্রণোদনার বীজ, রাসায়নিক সার ও বালাইনাশক তুলে দেন। 

এছাড়া রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২০ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে উপবৃত্তি এবং কলেজ পর্যায়ে ১০০ জন শিক্ষার্থীকে সাড়ে ৯ হাজার টাকা তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা পার্বত্য চট্টগ্রাম ব্যতীত শীর্ষক কর্মসূচির আওতায় গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মীর আল মনসুর শোয়াইব, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।