চাঁপাইনবাবগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গোলাপী বেগম (৩৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল ১০ টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা টি ঘটে।

মৃত গোলাপী বেগম হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিসপুর গ্রামের বাবলুর সহধর্মিণী। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মেহেদী হাসান জানান, সকাল ১০ টার দিকে গোলাপী বেগম তার ছেলে মাসুদের মোটরসইকেলের পেছনে বসে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছিলেন। 

এমন সময় নরেন্দ্রপুর ইটভাটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে  সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গোলাপী বেগমকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান ওসি মেহেদী হাসান।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।