মোহনপুরে সড়ক দুর্ঘটনায় একজন বাইক আরোহীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলার  খাঁড়ইল মোড়ে সড়ক দুর্ঘটনায় একজন বাইক আহরী  নিহত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মারুফ হোসেন (২৬)। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চাপড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

তার ব্যবহৃত মোটর বাইকের রেজিষ্ট্রেশন নম্বর নওগাঁ "ল" ১২-১৯০১। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মারুফ তার শাশুড়ি কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে নিয়ামতপুরে ফিরছিলেন। প্রতিমধ্যে খাঁড়ইল নামক স্থানে পৌঁছালে রাজশাহীগামী ট্রাক (ঢাকা মেট্রো-ন২০-৬৫-৫৫) মুখোমুখি ধাক্কা দেয়।এসময় ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।