চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর মেয়র মোখলেসুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন পৌরসভার উন্নয়ন কাজে বাধা দিলে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
শনিবার (১৩ জুলাই) শহরের কাঁঠাল বাগিচা এলাকায় স্থানীয় সরকারের কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকোভারি প্রজেক্টের আওতায় সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি।
পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান বলেন, পৌর এলাকার উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে একের পর এক ডিও লেটার দিয়ে যাচ্ছেন সংসদ সদস্য। এমন কর্মকাণ্ড থেকে সরে না আসলে এই শহরে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জিয়াউর রহমান আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতনসহ অন্যরা।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। প্রকল্পের অধীন তিনটি রাস্তা ও একটি ড্রেন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় সোয়া দুই কোটি টাকা।