মান্দায় গভীর রাতে জমি দখলের চেষ্টা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় গভীর রাতে ইটের প্রাচীর দিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি শনিবার (১৩ জুলাই) রাত অনুমানিক ২ টার দিকে উপজেলার প্রসাদপুর বাজার এলাকায়।গভীর রাতে অভিযুক্তরা ভূক্তভোগী আল-মামুনের জমি দখলের চেষ্টা করছেন। ভুক্তভোগী উপজেলার মান্দা সদর ইউপির কামারকুড়ি গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। 

অপরদিকে অভিযুক্তরা হলেন,একই এলাকার মৃত আক্তার হামিদের ছেলে দেলুয়ার হোসেন (৩৭) ও মতিউর রহমান (৩২)।

জানাগেছে,অভিযুক্ত মতিউর রহমান গংরা কামারকুড়ি মৌজার ১৬৯ নং খতিয়ানের ৭৩২ নং দাগের  দখলী জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। বিবাদমান উক্ত জমি নিয়ে তারা গত ২৭ জানুয়ারি ২০২২ ইং তারিখে নওগাঁ আদালতে একটি  ১৪৪/১৪৫ মামলা দায়ের করেন।সেই মামলার রায় তাদের বিপক্ষে যায়। সেটি গত ২৬ অক্টোবর ২০২৩ ইং তারিখে বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে রায় প্রদান করেন।তখন থেকে তারা বিভিন্ন অজুহাত ভুক্তভোগীর জমি দখলের চেষ্টা করছেন। একের পর এক জমি দখলের জন্য পায়তারা করে তারা ব্যর্থ হয়েছেন।

তৃত্বীয়বারের মত উক্ত জমি দখলের চেষ্টা চালিয়েছেন ব্যর্থ হয়েছেন গত শনিবার (১৩ জুলাই) রাত ২ টার দিকে।

ভুক্তভোগী আল মামুন জানান,আমার ভোগদখলী সম্পত্তি দখল করতে আমার বিরুদ্ধে নওগাঁ আদালতে ১৪৪/১৪৫ মামলা করেন।সেখানেও রায় আমার পক্ষে আসে।কিছুদিন পূর্বে তারা ভাড়াটে লোকজন দিয়ে রাতের বেলায় দোকানঘর ভেঙে দিয়ে উক্ত জমি দখলের চেষ্টা করেন।পরে দখল করতে ব্যর্থ হয় তারা।সেই ঘটনার প্রেক্ষিতে আদালতে মামলা চলমান আছে।এরপর গত শনিবার (১৩ জুলাই) আবারো রাতের বেলা ইটের প্রাচীর দখলের চেষ্টা করেন।জানতে পেরে ৯৯৯ ফোন করে পুলিশি সহায়তা চাই।পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোজাম্মেল হক কাজী জানান,দীর্ঘদিন দু-পক্ষের মধ্যে ঝামেলা চলছে।এরকম ঘটনা ঘটেছে কিনা জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।