ট্রাম্পের ওপর হামলার ঘটনা দুঃখজনক: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৪ জুলাই) গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি (ডোনাল্ড ট্রাম্প) একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট এবং তার ওপরই এরকম একটা হামলা হওয়া- আমরা এর তীব্র নিন্দা জানাই।

এ সময় যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক আবহকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে এ ধরণের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। তারা নিজেরা তাদের দেশের গণতন্ত্র নিয়ে অনেক গর্ববোধ করে। এমনি তারা বিভিন্ন সময়ে অন্যান্য দেশের গণতন্ত্র নিয়ে মন্তব্যও করে থাকে, আর সেই দেশেই এ ধরণের ঘটনা ঘটবে কেন- এরকম প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী।

তাদের দেশে এটি ঘটা খুবই অবাক করার মতো। আমাদের এখানে এরকম ঘটনা ঘটেছে। এসময় ২০০৪ সালের গ্রেনেড হামলার বিষয়টি উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী জনসভায় স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ট্রাম্পের ওপর হামলা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।