চাঁপাইনবাবগঞ্জে ২জনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় কাজল (৩৮) ও মরিয়ম বেগম (৩০) নামে ২ জন কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে কাজলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর এবং মরিয়মকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামিদের উপস্থিতি এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত কাজল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুরের মৃত তৈয়মুর মাষ্টারের ছেলে এবং মরিয়ম রাজশাহীর গোদাগাড়ী মৈশালবাড়ী এলাকার ইউনুস আলীর স্ত্রী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর স্কুল পাড়া এলাকায় কাজলের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে র‌্যাবের উপস্থিত টের পেয়ে পালানোর সময় ৭৭৫ গ্রাম হেরোইনসহ কাজল ও মরিয়মকে আটক করা হয়। এ ঘটনার পরের দিন ব্যাবের এসআই দীন মোহাম্মদ বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই আলমগীর কবির তদন্ত শেষে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কাজল ও মরিয়মকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক মোহা. আদীব আলী এই দণ্ডাদেশ প্রদান করেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।