গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে সেমিপাকা টয়লেটের চাবি হস্তান্তর

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৬টি পরিবারের মাঝে সেমি পাকা টয়লেটের চাবি ও মালামাল হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১৪ জুলাই) বিকেলে অগ্রদূত বাংলাদেশ এর আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ২০২৩-২০২৪ অর্থবছরে বিশেষ বরাদ্দ বাবদ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে এসব মালামাল হস্তান্তর করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উঠান বৈঠক ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সভাপতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জিয়াউর রহমান।

অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, অফিসার ইনচার্জ, গোমস্তাপুর থানা চৌধুরী জোবায়ের আহমেদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা অগ্রদূত বাংলাদেশের  নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল। অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথি উপকার ভোগীদের কাছ থেকে এ বিষয়ে অভিব্যক্তি জানতে চাইলে তারা জানান, বিগত দিনে আমরা উন্মুক্ত স্থানে মলত্যাগ করতাম।

বিনামূল্যে স্বাস্থ্যসম্মত টয়লেট তৈরি করে দেয়ার জন্য বিএনএফ ও অগ্রদূত বাংলাদেশকে ধন্যবাদ জানায় এবং সেই সাথে সযত্নে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে এটি ব্যবহার করবেন বলে প্রতিশ্রুতি দেন।

প্রধান অতিথি তার বক্তব্যে এলাকার সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য  যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা উন্মুক্ত স্থানে মালত্যাগ না করে  স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা উচিত। এজন্য  বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে তার নির্বাচনী এলাকায় এ ধরনের আরো বিশেষ বরাদ্দের জন্য অনুরোধ জানান।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।