রহনপুরে রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার উপজেলা অডিটোরিয়াম থেকে সিটি ব্যাংক পর্যন্ত উন্নয়নমূলক রাস্তা ও ড্রেনের  কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৪ জুলাই) বিকেলে এই কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।

উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন, রহনপুর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, সমাজ সেবক মুশা মার্চেন্ট, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, নারী কাউন্সিলর শেফালী বেগমসহ অন্যরা। 

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউআইডিপি-২) অর্থায়নে ২৯ লাখ ২৮ হাজার ৯০০ টাকা ব্যয়ে এই উন্নয়নমূলক সড়ক ও ড্রেন নির্মিত  হবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।