চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
আজ (১৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দুই দফায় সড়ক অবরোধ করেন। কলেজের অধ্যক্ষ ও পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়েও কোনো লাভ হয়নি। সড়ক ছেড়ে ক্লাসে ফেরেনি তারা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা কলেজ ড্রেস পরে আইডি কার্ড সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করেছে। এই সময় বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর সড়ক অবরোধ করে তারা। এতে সেতুর দুইপাশে শতশত গাড়ি আটকে যায়। যানজটে ভোগান্তিতে পড়েন পথচারীরা। তবে জরুরী গাড়িগুলো শিক্ষার্থীদের পারাপার করে দিতে দেখা যায়।
পুলিশ তাদেরকে সড়ক অবরোধ থেকে বিরত রাখতে বললেও তারা তা না মেনে স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীরা জানিয়েছে, কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ জানিয়ে তারা সড়ক অবরোধ করেছে। হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার (ওসি) মেহেদী হাসান বলেন, ছাত্ররা সড়ক অবরোধ করেছে। তাদের সঙ্গে কথা বলে পুলিশ সমন্বয়ের চেষ্টা করছে। জনভোগান্তি যেন না হয় সেদিকেও খেয়াল রাখছে পুলিশ।