চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত দশদিনে প্রায় ৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
আজ (১৬ জুৃলাই) মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার টিপু সুলতান।
তিনি জানান, চলতি মাসের গত ০৬ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ভারত থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসব পেঁয়াজ আমদানি করা হয়েছে। ৩০৯টি ভারতীয় ট্রাকযোগে প্রায় ৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করে।
সোনামসজিদ স্থলবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত সরকারের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর গত ৯ মে থেকে সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়ে পর্যায়ক্রমে তা অব্যাহত রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, গত ৯ মে থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। কখনো বেশি, কখনো কম এভাবে পেঁয়াজ এলেও তা অব্যাহত রয়েছে এবং পর্যায়ক্রমে আরও আসবে।
তিনি বলেন পেঁয়াজ কাঁচা পণ্য তাই কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে দ্রুত ছাড়করণ করা হচ্ছে বলে জানান তিনি।