সারওয়ার জাহান সুমন
"স্মার্ট কৃষি- স্মার্ট বাংলাদেশ" প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ জুলাই) মঙ্গলবার বিকেল ৫ টায় ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিত কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আকতার লাবনী, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানভীর আহমেদ সরকার।
আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থী, বির্তক প্রতিযোগিতার বিজয়ী ও রানারআপ,মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের সহ ভাইপারের উপদ্রবে সচেতনতার লক্ষ্যে কৃষকদের মাঝে গামবুট এবং কৃষক-কৃষাণীদের বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়াও অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা।