চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও গোমস্তাপুর আসনের সংসদ সদস্য মু.জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমনসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় প্রতিবারের মতো আগামী ১৫ আগষ্ট-২০২৪ জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার বিষয়ে আলোচনা ও বিভিন্ন সিধান্ত গৃহীত হয়।