চাঁপাইনবাবগঞ্জে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আ. লীগের প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও গোমস্তাপুর আসনের সংসদ সদস্য মু.জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমনসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় প্রতিবারের মতো আগামী ১৫ আগষ্ট-২০২৪ জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার বিষয়ে আলোচনা ও বিভিন্ন সিধান্ত গৃহীত হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।