ভোলাহাটে তিনদিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার সমাপনী

বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে দশটার সময় শুরু হয়ে ১৭ জুলাই দুপুরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের উন্নয়ন প্রকল্পের আওতায় " স্মার্ট বাংলাদেশ স্মার্ট কৃষি" স্লোগানকে সামনে রেখে এই মেলার সমাপনী করা হয়। 

কৃষি প্রযুক্তি মেলার সমাপনী উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ সুবর্ণা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ । উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন নার্সারির মালিকগণ এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। 

তিনদিব্যাপি কৃষি প্রযুক্তি মেলার মোট ২৪ টি স্টল থেকে

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।