আজও বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল ১১ টা থেকে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কোটা সংস্কার আন্দোলনকারীরা আন্দোলনকারীরা জানান,তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস ছেড়ে যাবেন না।

এদিকে,কোটা সংস্কার আন্দোলনের জেরে উত্তেজনা পরিবেশ বিরাজ করছে রাবি ক্যাম্পাসে। এ অবস্থায় আতঙ্কে হল ছাড়ছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন,চলমান কোটা ইস্যু নিয়ে গতকাল সারাদেশে ছয়জন নিহতের খবরে জীবনের অনিশ্চয়তায় ভুগছেন তারা। বাড়ি থেকে অভিভাবকরা বারবার ফোন করে হল ছেড়ে বাড়ি চলে যেতে বলছেন। তাই আবাসিক হল ছেড়ে বাড়ি অথবা নিকটাত্মীয়ের বাসায় উঠবেন তারা।

অন্যদিকে,রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো উত্তেজনা পরিবেশ বিরাজ করায়। বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ঠেকাতে পরিচয়পত্র যাচাইসহ পুলিশকে তৎপর থাকতে দেখা গেছে।

এর আগে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রায় ২০ টি মোটর সাইকেল পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।