চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সদরে ধুলাউড়ি হতে কালিনগর জিসি ভায়া ইসলামপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হায়াত মোড়ে প্রধান অতিথি ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ।
জানা গেছে, ৭কিলোমিটারের রাস্তার দুই পাশে ৩ ফুট করে ৬ ফুট প্রসস্ত ও উন্নয়ন কাজটি সম্পাদন করবে এলজিইডি। একাজের ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৫ লক্ষ ৮৭ হাজার ৯৮৩ টাকা।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, সদর উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল সহ অন্যরা।