নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ১৩২ শিক্ষার্থীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পুলিশ ৩ আসামিকে গ্রেফতার করেছে। গতকাল রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করেন বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার (ওসি) মেহেদী হাসান।
জানা গেছে, এ মামলায় ১২ জন এজাহারনামীয় এবং ১২০ জন অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
প্রসঙ্গ গত উল্লেখ্য, কোটা বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হবার পর চাঁপাইনবাবগঞ্জে গত মঙ্গলবার সকালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর উপরে, বিকেলে শহরের বঙ্গবন্ধু চত্তরে ও শান্তিমোড়ে এলাকায় এবং পরদিন বুধবার শান্তিমোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে কোটাবিরোধীরা।