কপোত নবী
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ ওয়ার্ডের মসজিদ পাড়া ভেলুর মোড়ে বুপ্রেইন নরকিন ইনজেকশন মাদক সেবন ও রক্ষণের অপরাধে ২ জন মাদকসেবি কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৫ জুলাই বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মসজিদ পাড়া ভেলুর মোড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) 'ক' সার্কেলের একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড মসজিদ পাড়ার ফারুকের ছেলে আতিক (২২) ও একই মহল্লার মৃত সালাউদ্দিনের ছেলে সজিব (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) 'ক' সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেলুর মোড়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এ ছাড়াও আসামি সজিবকে ১০০ টাকা ও আতিককে ৫০০ টাকা অর্থদন্ডের আদেশ দেয়া হয়। দন্ডিতদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে।
জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার।