নতুন সূচিতে চলবে ব্যাংকের লেনদেন

নিউজ ডেস্ক

নতুন সূচিতে ব্যাংক লেনদেন ও অফিস বলে ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (২৭ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে জানান, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

এর আগে, এদিন সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত অফিস চলবে।

এদিকে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় স্থবির হয়ে পড়ে দেশ। পরে সরকার বাধ্য হয়ে সাধারণ ছুটি ঘোষণা করে দেয় কারফিউ।

সেনাবাহিনী মাঠে নামার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে কারফিউ শিথিল করে বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে খুলে দেওয়া হয় অফিস।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।