এইচএসসির স্থগিত ৮ বিষয়ের পরীক্ষা ১১ আগস্টের পর

নিউজ ডেস্ক

এইচএসসির ৮টি বিষয়ে স্থগিত পরীক্ষা হবে ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে আলোচনা হবে সোমবার। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরামর্শ দিয়েছেন শিক্ষা গবেষকেরা।

গত ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে সিলেট অঞ্চলে ৪ বিষয়ের পরীক্ষা হয়নি।

কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ৮টি বিষয়ের পরীক্ষা স্থগিত হয়েছে। এসব পরীক্ষা কবে হবে সেটি নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা।

এদিকে, জুন মাসে শুরু হয়েছিল নতুন শিক্ষাক্রমের ষান্মাসিক মূল্যায়ন। এই মূল্যায়নও স্থগিত রয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন, করোনার ক্ষতিই কাটানো সম্ভব হয়নি, এর মধ্যে আবার স্কুল বন্ধ। এই ক্ষতি দীর্ঘমেয়াদী হবে।

এ ব্যাপারে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ‘দেশের যে পরিস্থিতি, এই মুহূর্তে বন্ধ রাখতেই হবে। এর কোনো বিকল্প নেই। তবে, পরবর্তীতে আমাদের করণীয় নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘এতে করে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে। লার্নিং গ্যাপটা থেকে যাচ্ছে। যে সময় যে জিনিস শেখার কথা সেটি কিন্তু হচ্ছে না।’  

শিক্ষা বোর্ড বলছে, স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার রুটিন করা হচ্ছে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেন, দুয়েক দিনের মধ্যে শিডিউল জানিয়ে দেওয়া হবে। একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলছিল, সেটি আবার শুরু করা হয়েছে। আগামী ১ আগস্ট পর্যন্ত চলবে।   

এদিকে, প্রথমে প্রাথমিক বিদ্যালয় খোলার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক পর্যায় আর সবশেষে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।