২০২৭ এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ

নিউজ ডেস্ক

টানা তিনবার এশিয়া কাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ। তারপর অবশ্য কেটে গেছে অনেকটা সময়। প্রায় ১১ বছর পর পুরুষদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। ২০২৭ এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়া কাপের পরবর্তী দুই আসরের আয়োজকদের নাম প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী বছর অর্থাৎ ২০২৫ এশিয়া কাপের আসর বসবে ভারতে। এটি হবে টি-টুয়েন্টি ফরম্যাটে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপ আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। দুই আসরেই অংশ নেবে ছয়টি দল।

সর্বপ্রথম ১৯৮৮ সালে এশিয়া কাপের আয়োজক হয় বাংলাদেশ। এক যুগের বিরতি দিয়ে ২০০০ সালে দ্বিতীয়বারের মতো আসরটি বসে বাংলাদেশে। এরপর ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। ঘরের মাঠের দুটি আসরে ফাইনাল খেলেছিল বাংলাদেশ।

পুরুষ সিনিয়র দলের দুটি এশিয়া কাপ ছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে যে টুর্নামেন্টগুলো রয়েছে, ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত তার (মেয়েদের ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ের এশিয়া কাপ, ইমার্জিং এশিয়া কাপ) জন্য স্পন্সর রাইটস চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।