চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
"ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাত দিনব্যাপি (৩০ জুলাই-০৫ আগষ্ট) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্বে করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন। এসময় তিনি জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। এছাড়াও বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, জেলা প্রাণিসম্পদ অফিসার গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা: তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান। ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা।
আলোচনা সভার আগে সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে একটি র্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। শেষে জেলা পর্যায়ে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।