চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৮৪০ গ্রাম হেরোইন উদ্ধার আটক- ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন বহনের সময় রাকিবুল (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি ৮৪০ গ্রাম হেরোইন জব্দের দাবি করেছে র্যাব।
মঙ্গলবার (৩০ জুলাই) রাতে জেলার সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগাঙ্গা ইউনিয়নের টিকরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আসামি রাকিবুল সদর উপজেলা টিকরাপাড়া এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে।
আজ বুধবার দুপুরে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে র্যাবের একটি দল টিকরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৮৪০ গ্রাম হেরোইনসহ রাকিবুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান।