চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্তদের চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২৯ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী কে ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) দুপুরে জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন।

উক্ত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হতদরিদ্র ২৯ জনকে ৫০ হাজার টাকা করে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. রাকিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ সেবা অফিসার ফিরোজ কবির সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, উপকারভোগীগণ এবং প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।