নিউজ ডেস্ক
দেশ যখন বিশ্ব মর্যাদার আসনে, তখন এভাবে রক্ত ঝরবে ভাবেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কোটা আন্দোলনের যে নাশকতা ও প্রাণহানি হয়েছে তা কল্পনাতীত।
বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশ যখন বিশ্ব মর্যাদার আসনে উপনীত হয়েছে তখন এভাবে রক্ত ঝরবে প্রধানমন্ত্রী ভাবেননি। কোটা আন্দোলনের যে নাশকতা ও প্রাণহানি হয়েছে তা কল্পনাতীত। প্রাণহানির ঘটনায় বিচারবিভাগীয় কমিশন গঠন হয়েছে বলেও জানান শেখ হাসিনা।
সরকার প্রধান বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে যেসব নাশকতা ও হত্যাকাণ্ড ঘটেছে তার সুষ্ঠু তদন্ত-বিচারের স্বার্থে চাওয়া হয়েছে আন্তর্জাতিক নানা সংস্থার সহায়তা।
এর আগে, গতকাল বুধবার প্রধানমন্ত্রী দেশব্যাপী সহিংসতায় আহতদের দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীনদের অবস্থার খোঁজখবর নেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
গত কয়েকদিনে প্রধানমন্ত্রী সহিংসতার শিকার অন্যান্যদের পরিদর্শন করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী এ সময় আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস দেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।