চাঁপাইনবাবগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জেলা আনসার-ভিডিপির উদ্যোগে ৭ শতাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্টের কার্যালয়ে বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে জেলায় একযোগে এই পরিমাণ বৃক্ষ রোপণ করা হয়।

এই কর্মসূচির উদ্বোধন করেন- আনসার-ভিডিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম।

বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৪ উপলক্ষে জেলা সদর ছাড়াও জেলার প্রত্যেক উপজেলায় আনসার-ভিডিপি ক্লাব ও সমিতি প্রাঙ্গণে একযোগে ফলদ, বনজ ও ভেষজসহ বিভিন্ন ধরনের সাত শতাধিক চারা রোপণ করা হয়েছে বলে জানানো হয়। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- জেলা সহকারী কমান্ড্যান্ট হুমায়ুন কবির, সিএ সেলিম রেজাসহ সদর উপজেলা আনসার-ভিডিপি অফিসার ও সদস্যরা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।