শিক্ষার্থীদের সাথে সংহতি জানালো 'শিল্পী সমাজ'

নিউজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে চলছে ভয়াবহ সহিংসতা। এসময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে প্রায় সকল শ্রেণি-পেশার মানুষ। এবার আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে রাস্তায় নেমেছেন শিল্পী সমাজ।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ করেন তারা। এসময় বৃষ্টি উপেক্ষা করে শিল্পী তারকারা ব্যানার-ফেস্টুন হাতে জড়ো হন।

আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে তারা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেফতার-হয়রানির ঘটনায় প্রতিবাদ করেন।

এসময় “সব হত্যাকাণ্ডের বিচার কর”, “হত্যা-সহিংসতা-গণগ্রেফতার-হয়রানি বন্ধ কর” প্রভৃতি স্লোগান দিতে থাকেন শিল্পীরা।

এই বিক্ষোভে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সিয়াম আহমেদ, রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, সৈয়দ আহমেদ শাওকি, ইরেশ জাকের, রেদওয়ান রনি, আশফাক নিপুন, আদনান আল রাজিব, নাজিয়া হক অর্ষা, তানিম নূর, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিনসহ আরও অনেকে।

অভিনেতা মোশাররফ করিম বলেছেন, “আমরা রক্তপাত চাই না, শান্তি চাই। এসবের বাইরে থাকতে চাই। মোবাইলে এই সব দেখতে দেখতে অসুস্থ হয়ে গেছি। দেশে শান্তি চাই। ”

সিয়াম আহমেদ বলেন, “এখানে আমার পক্ষ থেকে আলাদা করে কিছু বলার নাই। আমাদের যে ভাই-বোনেরা মারা গেল এটা মেনে নেওয়ার না। যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন তবে রাতে ঘুমাতে পারবেন না। ”

এসময় বিক্ষোভে উপস্থিত বক্তারা সকল হত্যার হিসাব ও বিচার চাওয়ার সঙ্গে নির্বিচারে গুলি ও সহিংসতা বন্ধের দাবি জানান।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।