নিউজ ডেস্ক
দেশের চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সবর আছে দেশের তারকা অঙ্গন। সাধারণ মানুষের পাশাপাশি তারাও শিক্ষার্থীদের সঙ্গে প্রতিবাদ জানাচ্ছেন।
প্রতিবাদের অংশ হিসেবে বেশ কয়েকটি ব্যান্ডদল ‘জয় বাংলা’ কনসার্টে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। এবার সেই দলে যুক্ত হলেন এভয়েডরাফা। দলটি সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) পোস্টে জানিয়েছে, ‘জয় বাংলা’ কনসার্টে আর অংশ নেবে না তারা।
ওই পোস্টে আরো জানানো হয়, ‘জয় বাংলা’ কনসার্ট আমাদের আনন্দের জায়গা, আমাদের মহান স্বাধীনতা এবং বিজয় উদযাপনের জায়গা। কিন্তু আহত হৃদয়, পরাজিত মন কিংবা ভেজা চোখ নিয়ে উদযাপন হয় না। করা যায় না। আমরাও পারছি না।
যোগ করে পোস্টে আরো বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতার প্রতি সম্মান রেখে আমরা এভয়েডরাফা জয় বাংলা কনসার্ট থেকে আমাদের নাম প্রত্যাহার করছি।
প্রসঙ্গত, এর আগে একই কনসার্টে অংশ নেবেন না বলে জানিয়েছে নেমেসিস, বাংলাফাইভের সিনা হাসান, ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস ও ‘পপাই বাংলাদেশ’।