নিউজ ডেস্ক
খাদ্য মূল্যস্ফীতির সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ রয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। গত এক বছরের খাদ্য মূল্যস্ফীতির ঝুঁকি বিবেচনা করে বাংলাদেশকে তারা ‘লাল’ শ্রেণিতে রেখেছে।
সম্প্রতি বিশ্বব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি তুলে ধরে তথ্য–উপাত্ত প্রকাশ করেছে। এতে দেখা যায়, বাংলাদেশের পাশাপাশি আরও ১৪টি দেশ এই 'লাল' শ্রেণিতে আছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মানুষকে গড় আয়ের অর্ধেকের মতো টাকা খরচ করতে হয় খাবার কিনতে। গরিব মানুষের খাবারের পেছনে ব্যয় আরও বেশি। গরিব মানুষেরা তাদের আয়ের প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ খরচ করেন খাবার কেনার পেছনে।
দুই বছর ধরে বাংলাদেশ উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে। খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়েছে ১০ শতাংশ। অবশ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশেও মূল্যস্ফীতি বেড়েছে। এসব দেশের মধ্যে আমেরিকা, যুক্তরাজ্যসহ বড় অর্থনীতির দেশগুলো উচ্চ মূল্যস্ফীতি কমাতে পারলেও বাংলাদেশ এখনো পারেনি।
বিশ্বব্যাংক ১০ থেকে ১২ মাসের খাদ্য মূল্যস্ফীতি পরিস্থিতি বিবেচনায় নিয়ে খাদ্য নিরাপত্তা–বিষয়ক প্রতিবেদনটি প্রকাশ করে থাকে। প্রতি ছয় মাস পরপর এই চিত্র প্রকাশ করে থাকে সংস্থাটি।