চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ, স্লোগানে উত্তাল রাজপথ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জেলা শহরের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

শনিবার (০৩ আগষ্ট) বিকেলে আন্দোলনকারীরা জেলা শহরের বাতেন খাঁর মোড়ে জমায়েত হয়ে গণমিছিল বের করে। এরপর মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড় মোড় শাহনেয়ামতুল্লাহ কলেজের সামনে অবরোধ করে অবস্থান করে। 

এসময় উপস্থিত আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকারবিরোধী নানা স্লোগানসহ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।

এ ছাড়াও মহাসড়কের রাস্তায় শিক্ষার্থীদের স্লোগান লিখতে দেখা যায়। আন্দোলনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও অভিভাবকদের অংশ নিতে দেখা যায়।

এদিকে আন্দোলনস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ টহলও দেখা যায়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।