ভারতে পালানোর সময় আটক রাজশাহী সিটি কর্পোরেশন হিসাবরক্ষণ

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন রাজশাহী সিটি সিটি কর্পোরেশন হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা। 

মঙ্গলবার (০৬ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে তাকে আটক করে ৫৯ বিজিবি সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর (৫৯ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম আটকের তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় নিজামুল হোদা রাজশাহীর বোয়ালিয়া থানার উপশহর হাউজিং এস্টেট মহল্লার সাইদুর রহমানের ছেলে।

বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বলেন, ৫৯ বিজিবি'র ‌গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি নিজামুল হোদা সোনামসজিদ সিমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে পালিয়ে যাবে। এমন তথ্যে ৫৯ বিজিবি'র একটি টহল দল তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা পাওয়া যায়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।