নিউজ ডেস্ক
তরুণরা দেশকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
আজ দুপুর সোয়া ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এরা (তরুণরা) এ দেশকে রক্ষা করেছে। নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে। এই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতেত এগিয়ে যেতে পারে।’
গত ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।