কাশিমপুর কারাগারের জেল সুপারকে প্রত্যাহার

নিউজ ডেস্ক

গাজীপুরে ২০৯ বন্দি পালিয়ে যাওয়া ও নিহতের ঘটনায় কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করেছে জেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া জ্যেষ্ঠ জেল সুপারের স্থলে ভারপ্রাপ্ত হিসেবে নতুন জেল সুপার মাইন উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।


এদিকে, গেল ৬ আগস্ট বিকেলে কাশিমপুর কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করে। এ সময় ২০৯ জন বন্দি কারারক্ষীদের মারধর করে পালিয়ে যায়। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ৬ জনের মৃত্যু হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।