চাঁপাইনবাবগঞ্জ জেলার ব্যবসায়ীদের সঙ্গে চেম্বারের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী এবং সকল সনাতন ধর্মাবলম্বীদের রক্ষার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বার সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় মতবিনিময় সভায় উপস্থাপনা করেন চেম্বারের সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন।

মতবিনিময় আলোচনা সভায় অংশ নেন- চেম্বারের সাবেক সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, আদর্শ গ্রুপের পরিচালক সাদিকুল ইসলাম, নবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাকারিয়া হোসেন ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আমদানিকারক আরিফ উদ্দিন, পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহজাহান আলী, মৎস্য ব্যবসায়ী হারুন আর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক নাজিবুর রহমান, সাবেক পরিচালক বাহারাম আলী, এম কোরাইশী মিলু, নিশান ফুড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মাসুদ রানা, স্বর্ণ ব্যবসায়ী পল্লব বর্মণসহ অন্যরা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।