আবু সাঈদের বাড়িতে ড. ইউনূস

নিউজ ডেস্ক

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার বেলা ১১টার পর দুই উপদেষ্টা নাদিম ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ তিনি পীরগঞ্জ উপজেলার বাবনপুরে আবু সাঈদের বাড়িতে যান। এরপর সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও তাঁর কবর জিয়ারত করেন তাঁরা।

সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জে মেরিন একাডেমিতে পৌঁছান ড. ইউনূস। এরপর সেখান থেকে গাড়িবহরে করে আবু সাঈদের বাড়িতে যান তিনি।

আজই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে ড. ইউনূসের।

ড. মুহাম্মদ ইউনূসের এই সফরকে কেন্দ্র করে পুরো এলাকা ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশসহ সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা।

কোটা সংস্কার আন্দোলনে মাঠে থাকা শিক্ষার্থীদের ওপর পুলিশ–ছাত্রলীগের হামলার প্রতিবাদে গত ১৬ জুলাই রংপুরের কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হন বেরোবির ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। পুলিশের বন্দুকের সামনে তাঁর বুক পেতে দেওয়ার দৃশ্যটি মুহূর্তেই দেশে–বিদেশে আলোচিত হয়।

আবু সাঈদের ওপর গুলি ও একইদিন ৬ জন নিহত হওয়ার ঘটনায় কোটা সংস্কার আন্দোলন নতুন মোড় নেয়। ছাত্রদের সঙ্গে মাঠে নেমে পড়ে বিক্ষুব্ধ অভিভাবকরাসহ নানা শ্রেণি–পেশার মানুষ। যার ফলে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।