শিবগঞ্জে নবজাতকের মরদেহ উদ্ধার

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদী থেকে নবজাতক এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার কালুপুর পাগলা নদীর বেইলি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বিকালে পাগলা নদীতে সাদা প্লাস্টিক ব্যাগে নবজাতকের একটি মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয় এলাকা বাসী। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতক শিশু মেয়ের মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায়  একটি অপমৃত্যু মামলা হবে। একই সঙ্গে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।