মান্দায় আইনশৃঙ্খলা বজায় রাখতে মতবিনিময় ও প্রতিরোধ কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় আইনশৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষকে সাথে নিয়ে ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল ও সহকারি পুলিশ সুপার জাকিরুল ইসলাম মতবিনিময় সভা করেছেন। একই সাথে উপজেলার সকল ওয়ার্ডে বসবাসরত সকল শ্রেণী পেশার মানুষসহ হাট বাজারের নিরাপত্তা জোরদার এবং জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। 

সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার দুপুরে প্রসাদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সবাইকে সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হাত তুলে দৃঢ় প্রতিজ্ঞা করেন। 

উপস্থিত মান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার জাকিরুল ইসলাম সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। দেশ ও দশের শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।