জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন, পাল্টাপাল্টি দোষারোপ

নিউজ ডেস্ক

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় পরস্পরকে দোষারোপ করছে কিয়েভ ও মস্কো। রবিবার (১১ আগস্ট) এই বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ারে আগুন লাগে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

অগ্নিকাণ্ডের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিদ্যুৎকেন্দ্রে রুশবাহিনী আগুন দিয়েছে।

এই অভিযোগ অস্বীকার করে ক্রেমলিন নিযুক্ত জাপোরিঝজিয়ার গভর্নর ইয়েভগেনি বালিতস্কি বলেন, ইউক্রেনীয়দের বোমাবর্ষণে এই দুর্ঘটনা ঘটেছে।

ইউরোপের বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি জাপোরিজ্জিয়া শহরে অবস্থিত। ইউক্রেনের এই অঞ্চল দুই বছরের বেশি সময় ধরে রাশিয়ার দখলে রয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, রবিবার স্থাপনাটি থেকে ‘গাঢ় কালো ধোঁয়া’ নির্গত হতে দেখা গেছে। তবে কোনও পারমাণবিক নিরপত্তা ঝুঁকির কথা জানা যায়নি বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

জাপোরিজ্জিয়ার রুশপন্থি গভর্নর বলেছেন, বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ইউক্রেন সেনাদের বোমাবর্ষণকে দায়ী করেন তিনি। তবে তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ হচ্ছে না বলে তিনিও নিশ্চিত করেন।

তেজস্ক্রিয়তার ঝুঁকি না থাকার কথা জেলেনস্কি নিজেও নিশ্চিত করেছেন। তবে বিষয়টিকে কিয়েভকে চাপে ফেলার জন্য মস্কোর আরেকটি কৌশল বলে উল্লেখ করেছেন তিনি। 

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন সেনাদের অভিযান পরিচালনা করার কথা জেলেনস্কি স্বীকার করে নেওয়ার পরদিনই ঘটে এই অগ্নিকাণ্ড।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।