রাজশাহীতে বল ভেবে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে ২ শিশু আহত

পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহীতে ময়লার স্তূপে পাওয়া পরিত্যক্ত ককটেল নিয়ে খেলা করার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) দুপুরে নগরীর টিকাপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ(৭) ও একই এলাকার মো. শাহিনের ছেলে সাবা (৮)।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়া জানান,দুপুরে ময়লার স্তূপে ওই দুই শিশু খেলা করছিল। এসময় তারা পরিত্যক্ত ১০-১২টি ককটেল পায়। এগুলোকে তারা বল ভেবে খেলা শুরু করলে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তারা আহত হয়। 

খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনী এসে শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে থেকে ৮-১০টি তাজা ককটেল উদ্ধার করেন।

রামেক হাসপাতালের চিকিৎসক শংকর কুমার বিশ্বাস বলেন, আহত দুই শিশুর শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে। এটি কোনো বিস্ফোরণের ক্ষত। তবে সেটি কীসের বিস্ফোরণ তা নিশ্চিত হওয়া যায়নি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।