চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৪

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোলঘর চত্বরে ৪ ডাকাত সদস্যকে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে সদর মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছে থাকা তিনটি লোহার রড ও একটি চাকু উদ্ধার করা হয়।

আটককৃত আসামিরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপুর দক্ষিণপাড়া গ্রামের শাহিন আলমের ছেলে জাহিদ হাসান (১৯), বাদল আলীর ছেলে খাইরুল ইসলাম (২০), পোলাডাঙ্গা এলাকার লিটনের ছেলে লিখন (২৩), মৃত এনামুল হকের ছেলে আসিফ (১৯)।

জানা গেছে, আজ ভোররাতে মহানন্দা নদীর ব্রিজের টোলঘর চত্বরের সড়কে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় বাসিন্দারা টের পেয়ে সংঘবদ্ধ হয়ে তাদেরকে দেশীয় বিভিন্ন অস্ত্রসহ আটক করে। টের পেয়ে একজন পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ফজরের নামাজে যাওয়ার সময় দেখি কয়েকজন যুবক হাতে বিভিন্ন অস্ত্র নিয়ে সড়কে অবস্থান করছে। এমন অবস্থায় মুসল্লি ও গ্রামের বিভিন্ন বয়সী মানুষ নিয়ে তাদেরকে আটক করি। এসময় অন্য এক ডাকাত সদস্য পালিয়ে যায়। পরে তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দেয়া হয়। এসময় তারা সড়কে ডাকাতি করার প্রস্তুতির কথা স্বীকার করে।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, স্থানীয়রা ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সদস্যদেরকে আটক করে পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয় । পরে থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।