নিউজ ডেস্ক
নওগাঁর মান্দায় আইনশৃঙ্খলা বজায় রাখতে সচেতন মহল,ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে পুলিশ মতবিনিময় সভা করেছেন । মঙ্গলবার বিকেলে উপজেলার গনেশপুর ইউপির সাতবাড়িয়া বাজার এলাকায় এই মতবিনিময় সভা করেন। গনেশপুর ইউপি চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে সচেতন মহল ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করে।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তরা বলেন, সাধারণ মানুষজন ও ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।এছাড়াও বাজার ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ চুরি,ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের পাশাপাশি সবাইকে এক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার জাকিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী,মান্দা উপজেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম বাদল,আইন বিষয়ক সম্পাদক এ্যাড. বিশ্বজিৎ কুমার সরকার ,যুবদল নেতা শামিম হোসেন,ছাত্রনেতা দুলাল হোসেন ও ইউপি সদস্য সামসুল ইসলাম ধলুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।