চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্ঝীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় বেলাল হোসেন (৩৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। দন্ডিত বেলাল রাজশাহীর গোদাগাড়ীর রানীনগর কুমুরপুর গ্রামের মৃত মুরসাদির ছেলে।

 মঙ্গলবার(১৩ আগষ্ট) দুপুর দেড়টার দিকে সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে  রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বলেন, ২০২১ সালের ১১ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জের দারিয়াপুর ট্রাক টার্মিনাল এলাকায় র‌্যাবের চেকপোষ্টে ট্রাকসহ গ্রেপ্তার হয় বেলাল। 

এ সময় ট্রাক থেকে দেড়কেজি হেরোইন  উদ্ধার হয়। এ ঘটনায়  পরদিন সদর থানায় করে র‌্যাবের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন। ২০১১ সালের ১৯ ফেব্রæয়ারী মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক ওবাইদুল হক আদালতে অভিযোগপত্র জমা করেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।