১০ দিনের রিমান্ডে টুকু, পলক ও সৈকত

নিউজ ডেস্ক

রাজধানীর পল্টনে রিকশাচালক কামাল মিয়া হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের উপস্থিতিতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিকেল পৌনে চারটার দিকে তাঁদের আদালতে আনা হয়। এসময় নিম্ন আদালতে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়।

রিকশাচালককে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

গতকাল বুধবার (১৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলখেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় ১২তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। 

সাবেক ডেপুটি স্পিকার টুকু ও সাবেক প্রতিমন্ত্রী পলক গ্রেপ্তারসাবেক ডেপুটি স্পিকার টুকু ও সাবেক প্রতিমন্ত্রী পলক গ্রেপ্তার

এর আগে, শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছিল বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র জানিয়েছিল। একই দিন তানভীর হাসান সৈকতকেও বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল বলে জানা যায়।

এদিকে, গত ১৩ আগস্ট নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৪ আগস্ট) তাঁদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।